সংবাদদাতা ।।
উপজেলা পরিষদ হল রুমে গতকাল সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস ২০১৫ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিকলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কর সিদ্দিক, ডেপুটি কমান্ডার বাবু গোপাল চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, থানার ওসি একেএম মাহবুব আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব, নিকলী ইউসিসিএ লিঃ চেয়ারম্যান কফিল উদ্দিন, নিকলী প্রেস ক্লাব সভাপতি এম, হাবিবুর রহমান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ও স্বনির্ভর বাংলাদেশ সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভায় গৃহীত সিদ্ধান্ত শেষে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় ভাবে দিবসটি পালনের আহবান জানান সভাপতি।