বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়নের উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় শনিবার ২২ জুলাই বিকাল ৫টায় এক বর্ণাঢ্য বিজয় মিছিল উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে রঙ খেলা খেলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ আফজাল হোসেন।
পূর্ব নির্ধারিত দিন-তারিখ অনুযায়ী দুপুর ২টা থেকে নিকলী সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে মিছিল এসে নিকলী উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জমায়েত হয়।
এ সময় ঢাক, ঢোল, ভুভুজেলা, রং-বেরংয়ের তরল রং খেলায় বাহারি রূপ নেয় মিছিলগুলো। বিকাল ৫টায় কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ আফজাল হোসেন, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য জাকির হোসেন বাতেনসহ সহস্রাধিক কর্মী-সমর্থক রঙ খেলায় মেতে উঠেন।
জমায়েত হলে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল ও টাকা গাঁথা মালায় সংবর্ধিত করে জনতা। নতুন চেয়ারম্যান ও দলটির উপজেলা, সদর ইউনিয়ন নেতা-কর্মীদের সামনের সারিতে নিয়ে ইউনিয়নটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় মিছিলটি।
উল্লেখ্য, গত ১৯ মে নিকলী সদর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের ইন্তেকাল হলে ৪ জুন ইউনিয়নটির শূন্য পদটিতে উপ-নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। আওয়ামীলীগের প্রার্থী করা হয় নিকলী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও প্রয়াত চেয়ারম্যান পুত্র কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপকে। ১৩ জুলাই অনষ্ঠিত উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী ডা. কফিল উদ্দিন আহম্মদের চেয়ে ১ হাজার ৪৩৯ ভোট বেশি পেয়ে ইউনিয়নটির শূন্য পদটিতে বিজয়ী হন তিনি।