সংবাদদাতা ।।
কাধে ভিক্ষার ঝুলি, হাতে লাঠি নিয়ে এ-গাঁও ও-গাঁয়ে ছুটে চলে ভিক্ষার জন্য। পা চলে না, শরীর মানে না ১০৫ বছরের আমিনা বেগমের। তবুও যেতে হয়, স্বামী-সন্তান-সম্বলহীন আমিনার। সম্প্রতি নিকলী বড়পুকুর গ্রামে ভিক্ষা করা অবস্থায় তার দেখা পাওয়া যায়। নিজের সম্পর্কে তিনি কিছুই বলতে রাজি হননি। নিজেকে তিনি কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের বড়হাটি গ্রামে সমাধিস্থ খলিল ফকিরের মেয়ে হিসাবে দাবি করেন। অনুসন্ধান করলে খলিল ফকিরের ভক্তবৃন্দের একজন জানান, আমেনা বেগমের বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি না। আমিনা বেগম কখনো বলেন স্বামীর বাড়ী জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামে।
কোনো বয়স্ক অথবা বিধবা ভাতা তিনি পান না। আইডি কার্ড হয়েছে কিনা তাও জানা যায়নি।