আমাদের নিকলী ডেস্ক ।।
মংলা বন্দরের জট কমাতে ২৫০টি বিলাসবহুল গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ২৫ জুলাই মঙ্গলবার এ নিলাম ডাকা হবে। পর্যায়ক্রমে প্রায় ৮০০ কনটেইনার ও ৫০টি বিলাসবহুল গাড়িও নিলামে নেয়া হবে।
মংলা কাস্টমস হাউসের কমিশনার মো. মারগুব আহমদ জানান, দু-তিন বছরের বেশি সময় ধরে বন্দর জেটি, ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে প্রায় ৮০০ কনটেইনার ও প্রায় পাঁচ বছর ধরে শেড, কার ইয়ার্ডে ৫০টি রিকন্ডিশন বিলাসবহুল বিএমডব্লিউ, পাজেরোর মতো দামি গাড়ি পড়ে আছে। এসব পণ্যের মালিক বা আমদানিকারকরা নির্দিষ্ট সময় পার হলেও তারা সেগুলো ছাড় করিয়ে নেননি। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে এসব আমদানি পণ্য ছাড় করিয়ে না নিলে সরকারই এর মালিক হয়ে যায়। তাই ৩০ দিনের পর ওই সব পণ্যের নিলাম দেয়ার বিধি-বিধান রয়েছে। কিন্তু নানা জটিলতায় গত এক বছর নিলাম অনুমোদন বন্ধ ছিল।
মো. মারগুব আহমদ আরো জানান, তিনি নতুন করে মংলায় দায়িত্ব নেয়ার পর বন্ধ থাকা নিলাম কার্যক্রম পুনরায় চালু করেন। এর অংশ হিসেবেই ২৫ জুলাই প্রায় ২৫০টি গাড়ির নিলাম ডাকা হয়েছে। এরপর ৮০০ কনটেইনার পণ্য ও ৫০টি বিলাসবহুল গাড়ি নিলামের সব ধরনের প্রস্তুতি চলছে। এই নিলামে যে কেউ অংশ নিতে পারবেন।
বন্দর ব্যবহারকারীদের কয়েকজনের অভিযোগ, গাড়ি আমদানিকারকদের অনেকেই মংলা বন্দরকে গ্যারেজ হিসেবে ব্যবহার করছেন। তারা গাড়ি এনে বছরের পর বছর ফেলে রাখছেন। এতে দীর্ঘ জটলার সৃষ্টি হয়েছে। তাই শুধু নিলাম নয়, এসব আমদানিকারককে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
কমিশনার মো. মারগুব আহমদ বলেন, দিনে দিনে এ বন্দরের কার্যক্রম ও গুরুত্ব বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে পণ্য হ্যান্ডেলিংয়ের পরিমাণও। তাই বন্দরের চলমান কনটেইনার ও গাড়ির জট কমানোর জন্য নিলামের এ উদ্যোগ নেয়া হয়েছে। নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতারাই পণ্যের দাবিদার হবেন।
মারগুব আরো বলেন, বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটেও নিলাম বিজ্ঞপ্তি দেয়া হবে। আগামীতে টেলিভিশনের স্ক্রলেও নিলাম বিজ্ঞপ্তি প্রচার-প্রকাশের উদ্যোগ নেয়া হবে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান বলেন, বন্দরের কনটেইনার ও গাড়ির জট কমানোর জন্য কাস্টমসসহ সংশ্লিষ্টদের দপ্তরে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতেই কাস্টমস কর্তৃপক্ষ কনটেইনার ও গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে। ৮০০ কনটেইনার ও দফায় দফায় গাড়ির নিলাম হলে জট কমার পাশাপাশি বন্দরে অনেক খালি জায়গার সৃষ্টি হবে। এতে বন্দর ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে এ বন্দর ব্যবহার ও তাদের আমদানি-রপ্তানি পণ্য ভালোভাবে রাখতে পারবেন।
সূত্র : নিলামে উঠছে ২৫০ বিলাসবহুল গাড়ি [এনটিভি অনলাইন, ১৯ জুলাই ২০১৭]