খালিয়াজুরীতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন উদ্বোধন

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় ২৩ জুলাই রোববার সারাদেশের মতো জেলার খালিয়াজুরী উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সোয়েব সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ বুলবুল আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্ম্মন জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীগণ অন্তত একটি করে বৃক্ষরোপন করবেন।

এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই নিদের্শনার আলোকে খালিয়াজুরী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!