অসমর্থ শিক্ষার্থীদের সহযোগিতায় কামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক ।।

অসমর্থ পরিবারের শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের কামালপুর গ্রামে এগিয়ে এসেছে “কামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন” নামে একটি সংগঠন। একই গ্রামের একঝাঁক মেধাবী শিক্ষার্থীর পরিচালনায় সংগঠনটি যাত্রা শুরু করে ২০১৬ সালের শেষের দিকে। আশপাশের আর্থিকভাবে অসমর্থ পরিবারের শিক্ষার্থীদের স্কুল-কলেজ থেকে ঝরেপড়া রোধের এক মহৎ স্বপ্ন নিয়ে তাদের এই এগিয়ে চলা।

শুরুটা তাদের খুব সহজ ছিলো না। আস্থা অর্জনের জন্য অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। প্রথম দিকে সংগঠনটি গড়ার প্রত্যয়ে যারা এগিয়ে এসেছিলেন তাদের নিজস্ব অংশগ্রহণে ফান্ড গঠন করেন। এ থেকেই যতটুকু সম্ভব সহযোগিতা করে আসছিলেন। এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর সমাজের অন্যদের আস্থা অর্জনে তারা সমর্থ হন। কেউ কেউ নগদ অর্থ সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন। কেউ উল্লেখযোগ্য পরিমাণে শিক্ষা সরঞ্জাম দিয়ে যাচ্ছেন সংগঠকদের হাতে। সংগঠকদের একজন জানালেন, যে কোনো ধরনের সহযোগিতা আমরা গ্রহণের সময় নিজস্ব রসিদ ব্যবহার করি। এতে মানুষের মাঝে সহজেই গ্রহণযোগ্যতা অর্জন সম্ভব হয়েছে।

কামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন থেকে হতদরিদ্র, এতিম, গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বই, খাতা, কলম, স্কুল ড্রেস এবং এককালীন বৃত্তি প্রদান করে থাকে। সংগৃহীত অর্থ ও শিক্ষা সামগ্রী সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করায় এলাকার অনেক অশিক্ষিত এবং স্বল্পশিক্ষিত মানুষ এসোসিয়েশনের সদস্য হতে আবেদন করছেন। তারাও এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে এমন মহৎ কাজে নিজেদের নিবেদিত করতে চান।

কামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন-এর ১৯ সদস্যের কমিটিতে যারা রয়েছেন : সভাপতি মোঃ তানজিল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মতেউর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ মোবারক হোসাইন সাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাকিব মিয়া, প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বাতেন মিয়া, গ্রাম উন্নয়ন সম্পাদক মোঃ শহৗদুল ইসলাম, আহ্বায়ক মোঃ তানিম মিয়া। নির্বাহী পরিষদ সদস্যরা হলেন- মোঃ জামসেদ আহমেদ পল্টু, মোঃ সাদ্দাম হোসাইন, মোঃ আব্দুস সাত্তার, মোঃ আরমান মিয়া, মোঃ খাইরুল ইসলাম, মোঃ শামীম মিয়া, মোঃ সাজ্জাদুল আলম মিনাল, মোঃ রুবেল সাইদুর, মোঃ রুবেল হবি, মোঃ দেলোয়ার হোসেন বাবুল।

সংগঠনটির পক্ষে জানানো হয়, সমাজের সকল সামর্থ্যবান মানুষ এগিয়ে আসলে প্রতিটি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে না। সকলেই তার যোগ্যতা অনুসারে মেলে ধরার সুযোগ পাবে। আসুন, আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি।

চাইলে আপনিও সহযোগিতা পাঠাতে পারেন আমাদের এই ঠিকানায়-

সোনালি ব্যাংক হিসাব নং : 34010882, নিকলী শাখা (মোঃ তানজিল আহম্মেদ)
ডাচবাংলা : 01938792041+3 (মোঃ ইকবাল হোসেন)
বিকাশ : 01714379065 (শেখ মোবারক হোসাইন সাদী)।

Similar Posts

error: Content is protected !!