কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের জেলা পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্যগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন।
লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলটির সাথে শনিবার ২২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত দীর্ঘ সোয়া দুই ঘণ্টা রাষ্ট্রপতি জেলার রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডসহ নিজের ছাত্রজীবন থেকে শুরু করে ব্যক্তিগত রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিষদ আলোচনা করেন।
এ সময় উপস্থিত প্রত্যেকের কুশলাদিসহ জেলার বিভিন্ন প্রবীণ লোকদেরও তিনি খোঁজখবর নেন। এ সময় লাইব্রেরির কর্মকর্তাগণ লাইব্রেরির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এর উন্নয়নে সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতিও তার সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। পাবলিক লাইব্রেরির কর্মকর্তাগণ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ফুলের তোড়া উপহার দেন।