কটিয়াদীতে ঈদের দিন খুনের আসামিরা অধরা

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কটিয়াদী উপজেলার উত্তর ভুনা গ্রামে ঈদের দিন দুপুরে প্রকাশ্যে দুলাল মিয়া নামে এক কৃষক খুনের ঘটনা ঘটলেও আসামিরা এখনো অধরা। উল্টো তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীপক্ষকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করা হয়েছে।

রোববার ২৩ জুলাই দুপুরে জেলা প্রেস ক্লাবে নিহতের স্ত্রী নাজমা আক্তার, ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শিমুল ও নিহতের ভাই রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে জানান, গত ঈদুল ফিতরের দিন ২৬ জুন দুপুর আড়াইটার দিকে মৃত তাহের উদ্দিনের ছেলে কৃষক দুলাল মিয়ার (৪৫) ওপর তার বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশি বাচ্চু মিয়া (৩৮), তার দুই ভাই ফেরদৌস মিয়া (২৮) ও সাফেক মিয়া (২৭), রুহুল আমিন (৩০) ও জুবায়েরসহ (২৮) কয়েকজন টেঁটা, বল্লম ও রড নিয়ে হামলা চালায়।

এ সময় দুলালকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী নাজমা আক্তার এবং ভাসুর বসু মিয়াকেও টেঁটা দিয়ে আঘাত করে। পরে দুলাল মিয়াকে মুমূর্ষু অবস্থায় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার (৪০) বাদী হয়ে ১০ ব্যক্তিকে আসামি করে ২৭ জুন কটিয়াদী থানায় মামলা করলেও আজ পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। উপরন্তু আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীপক্ষকে হুমকি দিচ্ছে।

এ বিষয়ে কটিয়াদী থানার ওসি জাকির রাব্বানীকে প্রশ্ন করলে মামলাটি সপ্তাহখানেক আগে সিআইডিতে হস্তান্তর হয়েছে বলে জানান।

Similar Posts

error: Content is protected !!