শাইলা পারভীন সুমা ।।
ব্যাগটা খুলতেই পাশ থেকে বললো, ম্যাডাম একটা টিসু হবে? না মানে অফিস থেকে তাড়াতাড়ি বের হতে যেয়ে টিসু নিতে ভুলে গেছি।
হাত বাড়িয়ে দুটো টিসু দিলাম।
পানি আছে কি? তৃষ্ণা পেয়েছে খুব। ব্যাগট্যাগ সাথে নেই। তাই ইচ্ছা থাকলেও পানি রাখতে পারি না। আপনার ব্যাগটা তো বড়সড় নিশ্চয়ই পানি রাখেন। একবার ইচ্ছে হলো বলি, আমার ব্যাগে সবসময় পানি না থাকলেও বই থাকে।
পানির বোতলটা হাত বাড়িয়ে দিলাম সহযাত্রীর দিকে।সে মনের আনন্দে পানি পান করলো।
একটু পর সহযাত্রী আবার উশখুস করতে লাগলো। আমি মনে মনে প্রমোদ গুনছি এবার কি চায় কে জানে?
বামহাতে কানের ভিতরে চুলকাতে চুলকাতে বললো, একটা কটন বাডস হবে কি? কানটা বড্ড চুলকাচ্ছে, কি যে করি?
আমি ব্যাগে দুটো কটন বাডস খুঁজে তার দিকে বাড়িয়ে দিলাম।
একটু পর দেখি আমার দেয়া কটন বাডস কানে গুজে, পানির বোতল হাতে নিয়ে, টিসু মুখের উপর দিয়ে পরম প্রশান্তি নিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে।
আহ! কী প্রশান্তির ঘুম! কী নিশ্চিত ঘুম!
সহযাত্রীর দেয়া জিনিসে কত প্রশান্তি লুকিয়ে থাকে।