নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়নের পূর্বগ্রাম চৌধুরীবাড়ির আব্দুল হেলিম চৌধুরীর (দখল মিয়া চৌধুরী) স্ত্রী মাহমুদা খাতুন বুধবার ২৬ জুলাই সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ১২০ বছর।
জানা যায়, চৌধুরীবাড়ির মাহমুদা খাতুন বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। সম্প্রতি ঠাণ্ডা-কাশিও দেখা দেয়। বুধবার সন্ধ্যায় ঠাণ্ডা-কাশির মাত্রা বেড়ে মারাত্মক আকার ধারণ করলে তার ছোট ছেলে হান্নান চৌধুরী ও অন্য নাতিরা নিকলী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মাহমুদা খাতুন ছয় ছেলে ও চার মেয়ের জননী। এছাড়াও মৃত্যুকালে তিনি নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষে দোয়া চাওয়া হয়েছে। একই দিন রাতেই জানাজা শেষে পূর্বগ্রাম কবরস্থানে তাকে দাফন কা হয়েছে।