অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা সংক্রান্ত কর্মশালা ২৯ জুলাই

আমাদের নিকলী ডেস্ক ।।

“অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা” শীর্ষক এক বিচার বিভাগীয় কর্মশালা আগামী ২৯ জুলাই শনিবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বাসস

প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন আদালতের ২৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনিত করেছেন প্রধান বিচারপতি।

“Workshop on Online Case Statement System”- শীর্ষক এ সেমিনারে অংশ নিতে মনোনিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে করণীয় বিষয়েও অবহিত করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!