আমাদের নিকলী ডেস্ক ।।
“অনলাইনে মামলার বিবরণ ব্যবস্থা” শীর্ষক এক বিচার বিভাগীয় কর্মশালা আগামী ২৯ জুলাই শনিবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। বাসস
প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন আদালতের ২৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনিত করেছেন প্রধান বিচারপতি।
“Workshop on Online Case Statement System”- শীর্ষক এ সেমিনারে অংশ নিতে মনোনিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে করণীয় বিষয়েও অবহিত করা হয়েছে।