নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর এলাকার কামারকোনা গ্রামের বাসিন্দা ও কটিয়াদী বাজারের বিশিষ্ট তেল ব্যবসায়ী মোঃ খুশিদ মিয়া (৫৫) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
জানা যায়, বুধবার ২৬ জুলাই সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন মানিকখালী রোডে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের চাপায় গুরুতর আহত হন।
পরে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২মেয়ে রেখে গেছেন।