বাজিতপুরে বিশেষ অভিযান, সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৪৭

আমাদের নিকলী ডেস্ক ।।

বাজিতপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৪৭জন আটক হয়েছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাজিতপুর থানার ওসি আবুশামা মোঃ ইকবাল হায়াতের নেতৃত্বে পুলিশের একাধিক দল এই বিশেষ অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে : উপজেলার হিলচিয়া গ্রামের লাল মিয়া (২৬), নোয়াকান্দি গ্রামের দিলু মিয়া (৪৫), আইনারকান্দি গ্রামের জাবু মিয়া (৪৫), আইনারকান্দি গ্রামের তাজু মিয়া (৪০), আইনারকান্দি গ্রামের মোসা মিয়া (৩৪), কালা মিয়া (২৮), কামালপুর গ্রামের তপন চন্দ্র বণিক (৪০), বড় পিউরী গ্রামের ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আক্কাস (৬৫), সরারচর বাজারের রুমা আক্তার (৩৫), সরারচর গ্রামের মনির আহম্মেদ (৩৭), যশোরের মোঃ মিঠুন মিয়া (২০) নোয়াপাড়া গ্রামের সজিব মিয়া (২৮), নোয়াপাড়া গ্রামের শান্ত মিয়া (১৮), পূর্ব পিরিজপুর গ্রামের মোঃ রুবেল মিয়া (২৬), রাবারকান্দি গ্রামের মোঃ আজহার (২৮), হুমাইপুরের টানগোসাইপুর গ্রামের মোঃ আনার মিয়া (৪৫), টানগোসাইপুর গ্রামের আব্দুল্লাহ (৩০), হুমাইপুর গ্রামের মহসিন খান (৪৫), বানাউল গ্রামের আব্দুল আলী (৪০), বানাউল গ্রামের আলাউল মিয়া (৩৮), হুমাইপুর গ্রামের ওমর আলী (৩২), চৈতনপুর গ্রামের মিয়া হোসেন (৬৫), চৈতনপুর গ্রামের মোঃ নাজমুল হক (৩০), হুমাইপুরের বানাউল গ্রামের মোঃ হেলাল মিয়া (৩২), সুজাতপুর গ্রামের রুবেল মিয়া (২৬), সুজাতপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৩০), দড়িঘাগটিয়া গ্রামের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ সামসুল আলম (৩২), আড়াই বছর সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেন (২৪), পূর্ব ভাগলপুর গ্রামের তোফাজ্জল হোসেন (২২), পূর্ব চন্দ্র গ্রামের চয়ণ সাহা (৩৫), তাতালচর গ্রামের মোঃ আবেদ আলী (৪০), বাহের বালী গ্রামের সহিদ উদ্দিন (৩৪), পারকচুয়া গ্রামের সেলিম মিয়া (৩০), পারকচুয়া নোয়াহাটি গ্রামের তাবারক মিয়া (৩২), নোয়াহাটি পারকচুয়া গ্রামের ফারুক মিয়া (৩৫), পুরাকান্দা পশ্চিম পাড়া গ্রামের মেন্দু মিয়া (৫০), কোনাপাড়া গ্রামের রুসনি (৩৫) ও নোয়াগাঁও গ্রামের মোঃ মিজান মিয়া (৪৫), মধ্য পিরিজপুর গ্রামের মোঃ তৌহিদ মিয়া (৪০)।

সূত্র : বাজিতপুরে বিশেষ অভিযানে আটক ৪৭  [কিশোরগঞ্জ নিউজ, ২৭ জুলাই]

Similar Posts

error: Content is protected !!