কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় অবৈধ ক্যাবল অপারেটরকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. সামসুদ্দিন মুন্নার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার ২৬ জুলাই অভিযান চালিয়ে অনুমোদনহীন যন্ত্রপাতি দ্বারা অনুমোদনহীন ক্যাবল নেটওয়ার্ক গড়ে তোলা এবং পাইরেসির দায়ে ক্যাবল অপারেটর শফিক ও আব্দুল আউয়ালকে ৫০ হাজার টাক জরিমানা করেছেন।
এরা অবৈধভাবে এ ব্যবসার মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন।