সংবাদদাতা ।।
উপজেলার কারপাশা ইউনিয়নের যুবসংঘের উগ্যোগে মঙ্গলবার রাতে সহরমূল আস্তানা জামে মসজিদ প্রাঙ্গনে তাফসীরুল কোরআন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আলহাজ্জ সালাহ উদ্দিন মাস্টার। তাফসির করেন অধ্যাপক মোতালিব হোসেন বরকতী, রেডিও ও টেলিভিশনের ইসলামী ভাষ্যকার আতিকুর রহমান কাশেম দৌলতী, মাওলানা যোবাইর আহমাদ প্রমুখ।