সংবাদদাতা ।।
নিকলী উপজেলার দামপাড়া চৌধুরীহাটি আল মাদ্রাসাতুল মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ইসলামী মহাসম্মেলন মঙ্গলবার মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন চৌধুরীহাটি মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম। ওয়াজ করেন হয়বতনগর আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি ও পাগলা মসজিদের ইমাম মুফতি খলিলুর রহমান, নরসিংদী কাঙ্গালিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আনোয়ার হোসেন চিশতী প্রমুখ। মাহফিল শেষে মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান কোরআন হেফজ কারী ১৯ জন ছাত্রকে পাগরী পড়িয়ে দেন মুফতি খলিলুর রহমান। এসময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক হাফেজ আবদুল আলীকে বিশেষ সম্মানজনক পাগড়ী প্রদান করেন।