শিক্ষার্থীদের শুদ্ধাচার চর্চায় ৩৪টি স্কুলে ‘সততা স্টোর’ চালু

আমাদের নিকলী ডেস্ক ।।

শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচার চর্চার অংশ হিসেবে প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে।

শনিবার ২৯ জুলাই সকালে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বাসস

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দেশের স্কুল পর্যায়ে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এক সময় উন্নত বিশ্বের কোথাও কোথাও এমন দোকানের কথা আমরা জানতাম।’

এ উপজেলার প্রাইমারি স্কুলগুলোতে একযোগে সততা স্টোর চালু করে অনন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছে। প্রথমবারের মতো একসাথে সকল প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর স্থাপন করা হলো। কর্ণফুলীকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

পর্যায়ক্রমে উপজেলার সবকয়টি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়েও একইভাবে বিক্রেতাবিহীন এসব ‘সততা স্টোর’ চালু করা হবে। এ স্টোর থেকে পণ্য কিনে শিক্ষার্থীরা সংরক্ষিত নির্দিষ্ট বাক্সে পণ্যের মূল্য জমা দিবে। এতে শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচারের চর্চা হবে- যার মাধ্যমে ওই শিক্ষার্থী তার কর্মজীবনে সৎ ও ন্যায়বান হওয়ার শিক্ষা পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উদ্দিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিদকার। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফল কবির চন্দন, পটিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!