সিংপুরে চুরির প্রাদুর্ভাব বেড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক ।।

চারদিকে পানি থৈ থৈ করা সিংপুরে এখন চোরের প্রাদুর্ভাব বেড়েছে। বেশ কিছুদিন যাবত প্রতি রাতে কোনো না কোনো ঘরে সিঁধেল চোর ঘরে ঢুকে সুযোগ বুঝে নিয়ে যাচ্ছে মোবাইল সেট, টাকা, স্বর্ণালঙ্কারসহ দামি দামি জিনিসপত্র।

এমন কি ঘাটের নৌকাও নিরাপদ নয়। ইঞ্জিনসহ নৌকা নিয়ে যাচ্ছে। এলাকার লোকজন পালাক্রমে পাহারা দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না বলে অনেকেই জানান।

চারদিকে পানি থাকায় চোরেরা অনায়াসেই পালিয়ে যেতে পারছে। এটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে থানা অথবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা করছেন।

তবে, কেউ কেউ বিষয়টি নিয়ে এমন বলছে যে, এ বছর ফসলহানী হওয়ায় চোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাকে “অভাবে স্বভাব নষ্ট” বলেও অনেকে মন্তব্য করছেন।

বিষয়টি যাই হোক, প্রত্যন্ত এই হাওরাঞ্চলের লোকদের চোরের উপদ্রব থেকে রক্ষার জন্য আশু ব্যবস্থা নেয়া জরুরি।

Similar Posts

error: Content is protected !!