অন্বেষার প্রথম জন্মবার্ষিকী পালিত

আমাদের নিকলী ডটকম-এর মালদ্বীপ প্রতিনিধি অঞ্জন সূত্রধরের একমাত্র মেয়ে অন্বেষার জন্মদিন ছিলো ২৭ জুলাই। এদিন তার পরিবারের পক্ষে ঘরোয়া পরিবেশে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।

অন্বেষার বাবা মালদ্বীপ প্রবাসী হওয়ায় মেয়ের এমন শুভক্ষণে উপস্থিত থাকতে পারেননি। দূর প্রবাস থেকে জানিয়েছেন শুভ কামনা। তার গ্রামের বাড়ি নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের মধ্য দামপাড়ায়।

অন্বেষার মা দীপা রানী সূত্রধর গৃহিনী। বললেন, এটি তার মেয়ের প্রথম জন্মবার্ষিকী। ২০১৬ সালের ২৭ জুলাই অঞ্জন-দীপার ঘর আলোকিত হয় মেয়ের আগমনে। একমাত্র মেয়ের জন্য তারা সবার আশীর্বাদ কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!