আমাদের নিকলী ডেস্ক ।।
সরারচর ইউনিয়নের ভাণ্ডা গ্রামে প্রকাশ্য দিবালোকে রফিকুল ইসলাম খোকা (৫৫) নামে এক কৃষক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাজিতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ভাণ্ডা গ্রামের নিহত রফিকুল ইসলাম খোকার চাচাত ভাই মিন্টু মিয়াকে রোববার ৩০ জুলাই সন্ত্রাসীরা মারধর করে। এর জের ধরে সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে কৃষক রফিকুল ইসলাম খোকার বাড়ির পেছনের রাস্তায় ১৬-১৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আবারো হামলা চালায়। হামলায় রফিকুল ইসলাম খোকা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো অন্তত ১০ জন আহত হন।
আহতদের মধ্যে আনোয়ার (৪২), নূরুল ইসলাম (৬৫), মেরাজ মিয়া (৩৫), কদর মিয়া (৪০) ও মিন্টু মিয়া (৪৫)কে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই মিন্টু মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি আবু শামা মো. ইকবাল হায়াত। পুলিশ মহিলাসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, শরিফ মিয়া (৪৫), তমা আক্তার (২৫), নয়ন মনি (২১) ও শাপলা আক্তার (১৬)।
সূত্র : বাজিতপুরে কৃষক খুন, আহত ১০, আটক ৪ [কিশোরগঞ্জ নিউজ, ১ আগস্ট ২০১৭]