আমাদের নিকলী ডেস্ক ।।
এবার শিক্ষক হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রে কিংবা পর্দার গল্প নয়। বাস্তবেই বিশ্ববিদ্যালয়ে এবার তিনি শিক্ষার্থীদের পড়াবেন দিলারা হানিফ পূর্ণিমা। নিজেকে অনেকটাই অনিয়মিত করে ফেলেছেন বড় পর্দায়। ছোটপর্দাতেও আসা যাওয়া কিংবা স্থায়ীত্ব নেই। তবে এবার তাকে শিক্ষক হিসেবে পেতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটির ব্যাসিক কোর্সের শিক্ষার্থীরা।
গ্রিন ইউনিভার্সিটির ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগে অভিনয় বিষয়ে ক্লাস নেবেন পূর্ণিমা। সোমবার ১ আগস্ট এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর করেছেন পূর্ণিমা। পূর্ণিমা ছাড়াও থাকছেন অভিনেতা ফেরদৌস, গাজী রাকায়েত, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাট্যকার আনন জামান।
জানা গেছে, গ্রিন ইউনিভার্সিটিতে খণ্ডকালিন শিক্ষকতা করেন নির্মাতা জাকির হোসেন রাজু। তিনি প্রস্তাব দেন ইউনিভার্সিটিতে কিছু ব্যাসিক কোর্স চালু করতে। কেননা ইন্ডাস্ট্রিতে শিল্পী সংকট রয়েছে।
এই প্রস্তাবে গ্রিন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কয়েকটি কোর্স চালুর উদ্যোগ নেয়। আর এই কোর্সের অধীনে ক্লাস নেবেন চিত্রনায়িকা পূর্ণিমাসহ অন্যান্যরা।
সোমবার রাজধানীর গ্রিন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ বিষয়ে নির্মাতা জাকির হোসেন রাজুর মধুমতি থিয়েটারের সাথে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের সাথে একটি চুক্তি সাক্ষর হয়েছে। ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগের পক্ষে সাক্ষর করেন বিভাগটির চেয়ারম্যান ড. মো. আফজাল হোসেন খান ও মধুমতি থিয়েটারের পক্ষে সাক্ষর করেন নির্মাতা রাজু।
উল্লেখ্য, রাজধানীর গ্রিন ইউনিভার্সিটিতে ২০০৩ সালে ফিল্ম-টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া বিভাগ চালু হয়। এর প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান ছিলেন দেশবরেণ্য নাট্যকার আব্দুল্লাহ আল মামুন।
সূত্র : গ্রিন ইউনিভার্সিটিতে পড়াবেন পূর্ণিমা [কালের কণ্ঠ, ১ আগস্ট ২০১৭]