খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু

আমাদের নিকলী ডেস্ক ।।

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শুক্রবার ৪ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বাসস

এ সময় সকল অনুষদের প্রধান ও চারুকলা বিভাগের পরিচালক উপস্থিত ছিলেন।

ভর্তি প্রার্থীদের www.ku.ac.bd এবং kuadmission অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

ভর্তি পরীক্ষা আগামী ১১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ভর্তি প্রার্থীরা www.ku.ac.bd এবং kuadmission.online-এর মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!