কটিয়াদীতে কৃষি পরামর্শ বিষয়ক সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের হারিনা ইছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কৃষি পরামর্শ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ আগস্ট বিকাল সাড়ে ৪টায় ‘স্বপ্ন সামাজিক সংগঠনে’র উদ্যোগে এই বিশেষ কৃষি সভার আয়োজন করা হয়। এ সময় প্রায় ৭০ জন কৃষক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শ প্রদান করেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সংকর চন্দ্র সরকার, মোঃ ইসরাইল, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, স্বপ্ন সামাজিক সংগঠনের প্রধান মোঃ সাইদুর রহমান সবুজ।

Similar Posts

error: Content is protected !!