সংবাদদাতা ।।
উপজেলার সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া হাজী আহমদ আলী দাখিল মাদ্রাসায় বুধবার নিজস্ব খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবীব, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান সিরাজ, সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ.বি ছিদ্দিক, নিকলী জি.সি. পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারার আবদুর রশীদ, এবি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।