হাওরে জালে ধরা পড়ল হারিয়ে যাওয়া প্রজাতির বাঘাই মাছ

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।

সোমবার ৭ আগস্ট সকালে খালিয়াজুরী পাঙ্গাসিয়া হাওরে জেলেদের জালে আটকা পড়ল হারিয়ে যাওয়া প্রজাতির বাঘাই মাছ।

জানা যায়, বল্লী গ্রামের জেলে রৌপ মিয়া ও নূর ইসলাম প্রতিদিনের মতো গতকালও মাছ ধরতে যায় পাঙ্গাসিয়া হাওরে। রাত শেষে যখন জাল টানতে শুরু করে তখন কি যেন আটকে গেছে মনে করে জাল তোলে দেখেন এই মাছ।

এর আগেও এই মাছ মাঝে মধ্যে পাওয়া যেতো। কিন্তু এত বড় নয় বলে জানান। খালিয়াজুরী উপজেলা সদরের হযরত শাহজালাল মৎস্য আড়তে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন। যার প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা করে। মাছটির মূল্য প্রায় ১৩ হাজার টাকা হয়েছে বলে জানান ।

Similar Posts

error: Content is protected !!