খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে “মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই” এ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন।
বেসরকারি সংস্থা পপি ও কেয়ার বাংলাদেশে, সৌহার্দ্য ও কর্মসূচীর সহযোগিতায় ও ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে।
সোমবার ৭ আগস্ট সকালে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, মেডিকেল অফিসার মাজকুরাতুল হাসানা সিগমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁন মিয়া, মোঃ আশরাফুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), মীর্জা আতাউর রহমান, স্টোর কিপার, ফিল্ড সুপারভাইজার মোঃ মাসুম মিয়া।