কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসের প্রবীণ দলিল লেখক, পৌরসভার বেথইর গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন (৭০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
মঙ্গলবার ৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত জটিল রোগে ভুগছিলেন।
আজ মাগরিব বাদ বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইউদ্দিন এবং কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
তিনি বিশিষ্ট লেখক ও সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিমের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।