কটিয়াদীতে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময় সভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন পরিষদ মাঠে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ৯ আগস্ট সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা, মা-শিশু ও কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা হয়। লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ তপন দত্ত, মেডিক্যাল অফিসার মা ও শিশু স্বাস্থ্য ডাঃ আলী হোসেন, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা আয়েশা খন্দকার, লোহাজুরী ইউপি আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম (বিএসসি), লোহাজুরী ইউপি সদস্য আঃ ওয়াদুদ আফ্রাদ, মোঃ হাবিবুর রহমান মাখন, মোঃ কবির হুসেন, স্বনির্ভর বাংলাদেশের সার্ভিস প্রোভাইডার মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ সালাউদ্দিন, চন্দন মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাঃ স্বপন ঘোষ।

Similar Posts

error: Content is protected !!