আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় সাইদুর রহমান নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর সতাল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী নিহত সাইদুরের ভগ্নিপতি মনির হোসেন আহত হয়েছেন। নিহত সাইদুর রহমান জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাকচান্দা বাজার সংলগ্ন নারায়ণপুরের মৃত হযরত আলীর ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জগামী একটি পিকআপ সতাল প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাইদুর রহমানের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমানের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মোশারফ হোসেন পিপিএম জানান, ঠিকাদারী সাইট থেকে ফেরার পথে সাইদুর রহমান এই দুর্ঘটনার শিকার হন। ময়নাতদন্তের জন্য তার লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : কিশোরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত [কিশোরগঞ্জ নিউজ, ৯ আগস্ট]