খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি ।।
বুধবার ৯ আগস্ট নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ডাক বাংলো উন্নয়ন ও মেরামত প্রকল্প, উপজেলা নির্বাহী অফিসারের অফিস, উপজেলা ভূমি অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) মোঃ মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজ হায়দার ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ওসি শওকত আলী প্রমুখ।
পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিসের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।