নিজস্ব প্রতিবেদক ।।
অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত নিকলী উপজেলার সদর ইউনিয়নের ৯০টি পরিবারের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে ১১ আগস্ট শুক্রবার এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু জানান, নিকলী সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ৯০টি পরিবারের মাঝে ত্রাণ প্রদান করা হয়। ত্রাণের প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ডাল ও তেল দেয়া হয়েছে। এই ত্রাণ কার্যক্রমকে তিনি ঝিমিয়ে পড়া স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উজ্জীবিত করার অংশ হিসেবেও তিনি উল্লেখ করেন।
নিকলী-বাজিতপুর আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমির উদ্দিন আহমেদের বাড়িতে অনুষ্ঠিত এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক দিদারুল হক স্বাধীন, সহ-দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম স্বাধীন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাজ্জাত হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মাছুম আলী এবং সদর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।