সংবাদদাতা ।।
উপজেলা সদরে নিকলী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী সম্মেলন মসজিদ প্রাঙ্গনে সোমবার মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। সভাপতিত্ব করেন আমান উল্লাহ কারার, সহসভাপতি মোঃ দিদারুল আলম কারার। আলোচনা করেন তেজগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হেলাল উদ্দীন বেলালী, হাফেজ মাওলানা আবদুল আহাদ নোমানী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন নূরী।