কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ৬নং ওয়ার্ডের দুইবারের সফল (বর্তমান) মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ হালিম (৬২) আর নেই।
আজ রবিবার (১৩ আগস্ট) দুপুর ১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের অন্য সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মোঃ আঃ হালিম বেশ কিছুদিন যাবৎ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লোহাজুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।