বিশেষ প্রতিনিধি ।।
স্কুল অব আর্ট নিকলী নামের একটি কিন্ডারগার্টেন ও ললিতকলা একাডেমীর ফটক ভেঙ্গে একদল বখাটের হামলা ও দপ্তরীকে রক্তাক্ত জখমের ঘটনায় গত শনিবার রাতে নিকলী থানায় ৫ জনের নাম ও অজ্ঞাত একজনকে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানটির পরিচালক ও দৈনিক মানবজমিনের নিকলী প্রতিনিধি খাইরুল মোমেন স্বপন।
অভিযুক্তরা হলেন, নিকলী উপজেলা সদর ইউনিয়নের টিক্কলহাটি গ্রামের আ. রউফ মিয়ার ছেলে সানী (১৮), হাজী আব্বানের ছেলে বিজয় (১৯), মুক্তার হোসেনের ছেলে শান্ত (১৮), মৃত লাল মিয়ার ছেলে সৌরভ (১৮) ও আমিনুলের ছেলে অজ্ঞাত (১৮)।
গত শনিবার বিকালে নিকলী উপজেলা সদরের শহীদ বুদ্ধিজীবি আ. মান্নানের বাড়িতে প্রতিষ্ঠিত স্কুল অব আর্ট কিন্ডারগার্টেন ও ললিতকলা একাডেমীর মূল ফটক তালাবদ্ধ করে দপ্তরী বাচ্চু সরকার (৫২) প্রতিষ্ঠানের ভিতরে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় উঠতি বয়সী ৬ বখাটে মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাচ্চু সরকারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা তাদের সাথে আনা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বাচ্চু সরকারকে রক্তাক্ত আহত করে।
ভয়ে বাচ্চু সরকার অফিস ঘরে ঢুকে দরজা লাগাতে চাইলে বখাটের দল দরজা ভেঙ্গে অফিস ঘরে ঢুকে আসবাব ও কাগজপত্র তছনছ করে সেখানেও বাচ্চু সরকারকে মারধোর করে ১৪ হাজার ৭শ টাকা ছিনিয়ে নেয়। প্রাণের ভয়ে সে দৌড়ে রাস্তায় এসে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন বাচ্চু সরকারকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্কুল অব আর্ট নিকলীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে।