রোদার পুড্ডা বাজারে চুরি

সংবাদদাতা ।।
নিকলী উপজেলার জারইলা ইউনিয়নের রোদার পুড্ডা বাজারে গত সোমবার রাতে ২ দোকানে চুরি হয়েছে। প্রায় সাড়ে ৭ লাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা যায়।
গত সোমবার রাতে দোকানঘরের চালের টিন ও সিলিং কেটে ঘরে প্রবেশ করে। নোভা টেলিকমের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৩২ হাজার টাকা, ৩শ ৫০টি মেমোরি কার্ড, প্রায় ৪২০টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট ও রাজন ভ্যারাইটিস স্টোর থেকে ১টি কম্পিউটার ও নগদ ১৩ হাজার টাকাসহ মোট সাড়ে ৭ লাধিক টাকার মালামাল চুরি গেছে।
মঙ্গলবার সকালে নিকলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নোভা টেলিকমের মালিক আবদুল হেলিম ও রাজন ভ্যারাইটিস স্টোরের মালিক রাজন মিয়া জানান, বাজারে এত দোকান থাকতে কেবল আমার ও আমার ছোট ভায়রা ভাইয়ের দোকানে একই কায়দায় চুরির ঘটনা রহস্যজনক।
এলাকাবাসী জানান, বেশ কিছু দিন যাবত জুয়া ও ইয়াবার ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত রোদারপুড্ডা বাজার এলাকায় জুয়ারি এবং নেশাখোরদের দৌরাত্ম বেড়ে যাওয়ার কারণে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!