কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আজ (সোমবার) সকাল ১০টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বর থেকে এ উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ কটিয়াদী উপজেলার উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়।
পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নজরুল ইসলাম, পৌরসভা মেয়র শওকত উসমান (মোঃ শুক্কুর আলী), কটিয়াদী মডেল থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা গোলাম রাব্বানী, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীলিপ সাহা, সাধারণ সম্পাদক শ্রী সত্য বণিক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বেনী মাধব ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী রনবীর সিংহ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণরুপে পৃথিবীতে আর্বিভূত হন। আজ ছিল ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩তম জন্মাষ্টমী।