কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম জাতীয় শোক দিবস পালন করা হয়।
এ উপলক্ষে আজ সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কটিয়াদী সরকারি কলেজ থেকে একটি শোক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নজরুল ইসলাম, পৌরসভা মেয়র শওকত উসমান (মোঃ শুক্কুর আলী), সহকারি কমিশনার (ভূমি) মোঃ শামসুদ্দিন মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তপন কুমার দত্ত, কটিয়াদী মডেল থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা গোলাম রাব্বানী, মসূয়া ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা আঃ হামিদ, গিয়াস উদ্দিন গেসুসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি-বেসরকারি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে চিত্রাংকন, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করে।