খালিয়াজুরী থেকে দিলীপ চন্দ্র বর্মন ।।
জেলার খালিয়াজুরীতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ সকাল থেকেই উপজেলা আওয়ামীলীগ ও কৃষকলীগ, উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগ ও কৃষকলীগ বিভিন্ন অঙ্গ সংগঠন ও উপজেলা প্রশাসনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বারের সভাপতিত্বে খালিয়াজুরী কলেজে আলোচনা সভা হয়। এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক, লোকমান হেকিম, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী প্রমুখ।
অন্যদিকে একই সময়ে খালিয়াজুরী পুরাতন শহিদ মিনারের সামনে উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি তপন বাঙ্গালী, বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী, কৃষকলীগের সাধারণ সম্পাদক শরিফ আহম্মদ, মনির হোসেন তালুকদার, বাবলু চৌধুরী প্রমুখ।