কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ৬টি এলাকা, কটিয়াদী, নিকলী, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, পাকুন্দিয়া ও বাজিতপুরের আংশিক এলাকার ৬৩ হাজার ৬৫৩ জন গ্রাহক আগস্ট মাসে বিদ্যুৎ বিলের কপি পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
বিগত কয়েক মাসের তুলনায় জুলাই মাসের বিল হঠাৎ করে ২-৩ গুণ বৃদ্ধি পাওয়ায় গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। গ্রাহকদেরকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে জুলাই মাসের বিদ্যুৎ বিল দেয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগ পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় ব্যক্তির অবহেলা, দুর্নীতি ও অনিয়মের কারণে এমনটি হচ্ছে।
সরেজমিনে জানা যায়, মিটার রিডারদের চরম দৌরাত্ম ও কারসাজির কারণে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি ও দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। অধিকাংশ গ্রহকদের মিটার না দেখেই আনুমানিক মনগড়া বিল তৈরি করেন। কটিয়াদী জোনাল এলাকার ৯০ ভাগ গ্রাহকের একই অভিযোগ।
এদিকে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। প্রতিদিন গড়ে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ বিদ্যুৎ বিলের কমতি নেই।একজন গ্রাহক জানান, জুলাই মাসে আমার বাড়ির বিল দ্বিগুণ এসেছে। এদিকে প্রতিদিন দূর-দুরান্ত থেকে গ্রাহকরা বাড়তি বিলের অভিযোগ করতে এসেও কোনো প্রতিকার পাচ্ছেন না। বরং হয়রানীর শিকার হচ্ছেন।
এ ব্যাপারে কটিয়াদী পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল লতীফ জানান, মিটার অনুযায়ী বিল করা হয়েছে। হয়তো কারও মিটারে বিল সমন্বয় করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।