আমাদের নিকলী ডেস্ক ।।
বাজিতপুরের সরারচর ইউনিয়নের ভাণ্ডা গ্রামে প্রকাশ্য দিবালোকে রফিকুল ইসলাম খোকা (৫৫) নামে এক কৃষককে হত্যার ১৬দিন পর শিপু মিয়া (২০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ১৬ আগস্ট সকালে বাজিতপুর থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত-এর নেতৃত্বে পুলিশের একটি টিম সরারচর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শিপু মিয়া সরারচর খালেকের ভাণ্ডা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ভাণ্ডা গ্রামের নিহত রফিকুল ইসলাম খোকার চাচাত ভাই মিন্টু মিয়াকে ৩০ জুলাই প্রতিপক্ষের লোকজন মারধর করে। এর জের ধরে পরদিন ৩১ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে কৃষক রফিকুল ইসলাম খোকার বাড়ির পেছনের রাস্তায় প্রতিপক্ষের ১৫-১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে আবারো হামলা চালায়। হামলায় রফিকুল ইসলাম খোকা ঘটনাস্থলেই মারা যান। এসময় আরো অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় নিহতের চাচাত ভাই মিন্টু মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করেন। এছাড়া ঘটনার পর পুলিশ মহিলাসহ চার জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শরিফ মিয়া (৪৫), তমা আক্তার (২৫), নয়ন মনি (২১) ও শাপলা আক্তার (১৬)।
সূত্র : বাজিতপুরে কৃষক খুনের আসামি গ্রেপ্তার [কিশোরগঞ্জ নিউজ, ১৬ আগস্ট ২০১৭]