নিজস্ব প্রতিনিধি ।।
কিশোরগন্জের নিকলী উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মারা যাওয়ার খবর জানা গেছে।
মৃতরা হচ্ছে মারিয়া (২) ও জোনাকি (২)। শিশু মারিয়ার বাবার নাম আলম ও জোনাকির বাবার নাম রুকম উদ্দিন।
বুধবার ১৬ আগস্ট দুপুরে নিকলী সদর ইউনিয়নের কুমার ছারা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রুকম উদ্দিনের বাড়ির পুকুরে মোরগের ফার্ম আছে। ওই ফার্মে তার বৌ খাবার দিতে গেলে মারিয়া ও জোনাকিকে পানিতে ভেসে থাকতে দেখতে পান।
পরে জোনাকির মা চিৎকার কান্নাকাটি করলে এলাকাবাসী দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।