জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ আগস্ট

আমাদের নিকলী ডেস্ক ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২০ আগস্ট শুরু হবে।

এ আবেদন প্রক্রিয়া সকাল ১০টা থেকে শুরু হবে। চলবে ২১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আগামী ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাসস

ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) আবেদন ফরম পূরণ ও ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেটের’ মাধ্যমে মূল্য পরিশোধ করতে হবে।

ভর্তির পরীক্ষার আবেদনের যোগ্যতা ও শর্তাবলীসহ বিস্তারিত তথ্যসহ ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://ju-admission.org/index/circular) থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।

এ বছর সব অনুষদে ইউনিট এবং ইনস্টিটিউট ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বুধবার ১৬ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

Similar Posts

error: Content is protected !!