কটিয়াদীতে ৪দিনের ব্যবধানে ২ জনের লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে আট মাস বয়সী এক শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১৮ আগস্ট পৌর এলাকার দড়িচরিয়াকোণা এলাকায় হাইওয়ে রোডের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার লোহাজুরী ইউনিয়নের ঝিড়ারপাড়া গ্রামের আসাদ চৌধুরীর ছেলে মো. কাজল চৌধুরী (৮) বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ রোডের পাশে কাজল চৌধুরীর লাশ পড়ে দেখে এলাকাবাসী কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসাপাতালে প্রেরণ করে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) জামাল উদ্দিন বলেন, হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

অন্যদিকে, একই উপজেলার বনগ্রাম থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় আনন্দ কিশোর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মনীষা সরকার (১৩)। সে কুলিয়ারচর উপজেলার সুখরঞ্জন সরকারের মেয়ে। বনগ্রাম মামার বাড়িতে থেকে সে পড়াশুনা করত। গত মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!