বন্যার্তদের সহায়তায় কোরবানি দিচ্ছেন না সানী-মৌসুমী


আমাদের নিকলী ডেস্ক ।।

দেশের বন্যার্তদের জন্য কিছু করতে চান ওমর সানী আর মৌসুমী। বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় এই জুটি এবার ঈদুল আজহায় কোরবানি দেবেন না। সেই অর্থ তারা বন্যা দুর্গতদের সহায়তায় দান করবেন। ফেসবুক লাইভে তেমনটাই ঘোষণা দিলেন ওমন সানী।

ফেসবুক লাইভে ওমর সানী আরো বলেন, এবার আমরা কোরবানি করব না। কোরবানির জন্য রাখা ১ লাখ টাকা এবার বন্যা দুর্গতদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি আমি আর মৌসুমী।

কোরবানির মাহাত্ম্য তুলে ধরে সানী বলেন, কোরবানি হলো ত্যাগ। আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করা। গত প্রায় ৩০ বছর ধরে আমি নিজের হাতে কোরবানি করি। এবারই করা হবে না। শুধু মাংস বিলালেই কোরবানির ত্যাগ স্বীকার হয় বলে আমি বিশ্বাস করি না।

সূত্র : বন্যার্তদের সহায়তায় এবার কোরবানি দেবেন না ওমর সানী-মৌসুমী  [কালের কণ্ঠ, ১৯ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!