দুনিয়া বদলে দেয়া পাঁচ জার্মান উদ্ভাবন

আমাদের নিকলী ডেস্ক ।।

পাওয়ার গ্রিল, থার্মোস ফ্লাক্স এবং ওয়াল প্লাট : সবই জার্মানির উদ্ভাবন।

ওয়াল প্লাগ
ওয়াল প্লাগ বহু আগেই আবিষ্কৃত হয়েছিল। কিন্তু সেগুলো ১৯৫৮’র আগ পর্যন্ত তেমন একটা কার্যকর ছিল না। সে বছর আর্টুর ফিশার দাঁতযুক্ত ওয়াল প্লাগ উদ্ভাবন করেন, যেগুলো স্ক্রু টাইট করার পর সেগুলো দেয়ালের সাথে আরো শক্তভাবে আটকে রাখতে সহায়তা করে। এখন হাড় জোড়া লাগাতেও এরকম প্লাগ ব্যবহার করা হয়।

থার্মোস ফ্লাক্স
উনিশ শতকের শুরুর দিকে জার্মানির একজন কাচ গলিয়ে লিকুইড গ্যাস পরিবহনের জন্য একটি ফাঁপা ওয়ালযুক্ত বাহন তৈরি করেন। একই উপায়ে রাইনহোল্ড বার্গার সম্পূর্ণ নতুন ধরনের একটি ফ্লাক্স তৈরি করেন, যার নাম দেয়া হয় থার্মোস। ১৯০৩ সালে এই উদ্ভাবনের পেটেন্টও করেন তিনি।

স্প্যাগেটি আইসক্রিম
মানহাইমে নিজের পারিবারিক আইসক্রিম পার্লারে বিশেষ এই আইসক্রিম উদ্ভোবন করেন ডোরিও ফন্টানেলা। ১৯৬৯ সালে তরুণ তিনি ভ্যানিলা আইসক্রিমকে নুডুল বানানোর বিশেষ যন্ত্রে দিয়ে সরু করে পরিবেশন করেন। স্প্যাগেটি আইসক্রিমের শুরু সেখান থেকে। বর্তমানে জার্মানির প্রায় সব আইসক্রিম পার্লারে এটি পাওয়া যায়।

পাওয়ার ড্রিল
১৮৯৫ সালে ফেইন কোম্পানির দুই কর্মী সিদ্ধান্ত নেন যে তারা আর হস্তচালিত ড্রিল ব্যবহার করে ফুটো করার কাজ করবেন না। কাজ সহজ করতে ও সময় বাঁচাতে ড্রিলে ছোট্ট একটি মোটর যোগ করে নেন তারা। ইমিল ফেইন এই উদ্ভাবনের গুরুত্ব অনুধাবন করেন এবং প্রথম ইলেক্ট্রিক হ্যান্ড ড্রিল তৈরি করেন। এই ড্রিলের আধুনিক সংস্করণ এখন মোটামুটি সব বাড়িতেই পাওয়া যায়।

টুথপেস্ট
ড্রেসডেনের ফার্মাসিস্ট অটোমার ফন মায়েনবুর্গ ১৯০৭ সালে দাঁত ব্যথা নিয়ে তাঁর কাছে আসা রোগীদের পরীক্ষামূলকভাবে বীজ থেকে উৎপন্ন তেল ও মিন্ট তেলযুক্ত চুনাপাথরের বিশেষ পেস্ট দেন। দাঁত মাজার আরো বিভিন্ন দ্রব্য সেই সময় থাকলেও এই ফার্মাসিস্টের তৈরি ‘ক্লোরোডন্ট’ সকল টুথপেস্টের জননী হিসেবে পরিচিতি পায়।

সূত্র : যে পাঁচ জার্মান উদ্ভাবন দুনিয়া বদলে দিয়েছে  [ডয়চে ভেলে, ১৭ নভেম্বর ২০১৬]

Similar Posts

error: Content is protected !!