আমাদের নিকলী ডেস্ক ।।
আগামী সোমবার পূর্ণগ্রাস সূর্য গ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৭ মিনিটে গ্রহণ শুরু হয়ে রাত ৩টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। তবে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিট ৬ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে রাত ২টা ২ মিনিট ৬ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ১২টা ২৫ মিনিট ৩০ সেকেন্ডে। বাসস
গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে ২১ আগস্ট স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিট ৩১ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে।
যুক্তরাষ্ট্রের মিডওয়ে হ্যাটল দ্বীপের উত্তর-পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে একই দিন (২১ আগস্ট) স্থানীয় সময় ভোর ৫টা ২২ মিনিট ৪৪ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে এবং ওই দিনই যুক্তরাষ্ট্রের স্যারিগাল কাবো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৬টা ১২ মিনিট ১৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।
যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের সাউনি ন্যাশনাল ফরেস্টের দক্ষিণ-পূর্ব দিকে ওই দিনই (২১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট ৪৭ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ হবে। এ গ্রহণের সর্বোচ্চ মাত্রা ১ দশমিক ০৩০ এবং স্থায়ীত্বকাল হবে ২ মিনিট ৩৬ সেকেন্ড।
তবে ব্রাজিলের ব্রাগানকা শহরের উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে একই দিন স্থানীয় সময় বিকেল ৬টা ৪ মিনিট ২৩ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।