বজ্রপাত প্রতিরোধে কিশোরগঞ্জে তালগাছ রোপণ কর্মসূচি উদ্বোধন


আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে বজ্রপাত প্রতিরোধে পরিবেশবান্ধব তালগাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার ১৯ আগস্ট বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী এলাকায় তালগাছ রোপণের কাজ উদ্বোধন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত থেকে এই তালগাছ রোপণ কাজ উদ্বোধন করেন।

এ সময় মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনসুর আলী, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ এ প্রসঙ্গে জানান, দেশে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে হতাহতের ঘটনায় এটিকে দুর্যোগ হিসেবে চিহ্ণিত করা হয়েছে। সরকারি পর্যালোচনায় দেখা গেছে, দেশের প্রায় সর্বত্রই তালগাছসহ বড় বড় গাছের সংখ্যা আগের তুলনায় অনেক কমে এসেছে। এ পরিস্থিতিতে দুর্যোগকবলিত মানুষের কথা মাথায় রেখেই সরকার বজ্রপাত প্রতিরোধে পরিবেশবান্ধব তালগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছে।

বজ্রপাত প্রতিরোধে পরিবেশবান্ধব তালগাছ রোপণের কর্মসূচি সফল করতে অনুপ্রাণিত করায় ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাসউদ কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস-এর প্রতি কৃতজ্ঞতা জানান।

সূত্র : কিশোরগঞ্জে বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপণ  [কিশোরগঞ্জ নিউজ, ১৯ আগস্ট ২০১৭]

Similar Posts

error: Content is protected !!