নিকলীতে ঘোড়াউত্রা নদীতে স্পিডবোট দিয়ে ডাকাতি

সংবাদদাতা ।।
নিকলী উপজেলার ঘোড়াউাত্রা নদীতে গত রোববার (১ মার্চ) বিকেলে যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকায় ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে স্পিডবোটযোগে পালিয়ে যায়।
ইঞ্জিনচালিত নৌকার মাঝি সাদ্দাম হোসেন জানান, দামপাড়া বাজারের তাউসিফ বেকারির মালামাল নিয়ে একদিন পর পর ছাতিরচর বাজারে বিক্রি করতে যায়। ফিরে আসার সময় ছাতিরচর থেকে নিকলীর কিছু যাত্রী নিয়ে আসি। ঘটনার দিন রবিবার (১মার্চ) বিকেলে বেকারির মাল বিক্রি করে ১০-১২ জন যাত্রী নিয়ে ছাতিরচর থেকে নিকলীতে আসার সময়, নিকলী ছাতিরচরের মাঝামাঝি এলাকায় পৌছার সাথে সাথে ঘোড়াউত্রা নদীতে আগে থেকে স্পিটবোড নিয়ে উৎপেতে থাকা ৬ জনের একটি ডাকাত দল নৌকার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে নৌকায় থাকা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণ অংলকার ও মোবাইলফোনসহ প্রায় দেড় লাাধিক টাকার মালামাল নিয়ে স্পিটবোড যোগে পালিয়ে যায়। ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ ইসলাম বলেন, এই প্রথম নিকলীর ঘোড়াউত্রা নদীতে স্পিডবোট নিয়ে ডাকাতির ঘটনা ঘটে।
নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মাহবুব আলম গতকাল সোমবার বিকেলে ডাকাতি হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিকলী থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!