মহাস্থান (বগুড়া) প্রতিনিধি।।
রোববার ২০ আগস্ট বিকালে বগুড়ার শিবগঞ্জের চন্ডিহারা বাজারে কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা ওসি শাহীদ মাহমুদ খান। তিনি বলেন, মাদক সামাজিক ব্যাধী। এ মাদকের কারণে যুবসমাজ তথা সব শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি সমাজ থেকে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে সমাজসেবক শাহানুর রহমান সাবলু, মুনছুর রহমান টুলু, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম, মাস্টার দুলালুর রহমান দুলাল, রেজাউল করিম, জাতীয় পার্টি নেতা শহিদুল ইসলাম বকুল, চন্ডিহারা বাজার আন্তজেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আইনুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজার রহমান ডাবলু, মশিউর রহমান, গোলাম রহমান, আব্দুল হালিম রতন, রিপন, সাংবাদিক এস আই সুমন, আশরাফ আলী, শাহিনুর ইসলাম শাহিন, শাহ জালাল, রুমান, সোহেলসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম।