নিজস্ব প্রতিবেদক ।।
কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মো: শরাফত আলী দূরারোগ্য ক্যান্সারে আক্তান্ত হয়েছেন। তাঁর বয়স প্রায় ৮০ বছর।
ডাক্তার জানিয়েছেন, বর্তমানে তাঁর যে শারীরিক অবস্থা তাতে দ্রুত উন্নতির কোনো আশা নেই।
তিনি দীর্ঘদিন করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনের শেষদিকে তিনি অনেক দিন প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।